সমুদ্র সৈকতে মাইকিং ও মাস্ক বিতরণ

fec-image

করোনা সংক্রমণ প্রতিরোধে জনগণের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে মাইকিং করে পর্যটক ও স্থানীয় জনগণকে সচেতনতামূলক বার্তা দিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।

করোনা সংক্রমণের হার বৃদ্ধির প্রেক্ষিতে শনিবার (২০ মার্চ) বিকেলে মাইকিং-এর পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে সংক্রমণের হার রোধকল্পে সমুদ্র সৈকতে আগত পর্যটক ও স্থানীয়দের মাঝে দুই হাজার মাস্ক বিতরণ করা হয়।

এ সময় সাথে ছিলেন উখিয়া সহকারী কমিশনার (ভূমি) আমিমুল আহসান খানসহ টুরিস্ট পুলিশের সদস্যরা।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান আবশ্যক। এ সংক্রান্ত মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা “নো মাস্ক, নো সার্ভিস” নীতি বাস্তবায়ন শুরু হয়েছে। বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং সবাইকে জনসমাগম এড়িয়ে চলতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন