parbattanews

সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীর  মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাইশারীতে মানববন্ধন

img_4999-copy

বাইশারী প্রতিনিধি:

কক্সবাজার থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম চৌধুরীর নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছে।  শনিবার সকাল ১০টার সময় বাইশারী বাজারের প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতি করেন দৈনিক বাঁকখালী পত্রিকার বাইশারী প্রতিনিধি মো: আব্দুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো: আবুল বশর নয়ন, বাইশারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল হক, সাবেক চেয়ারম্যান নুরুল হাকিম, বাইশারী শাহ নুরুদ্দিন দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মও: নুরুল হাকিম, সাবেক ইউপি সদস্য থোয়াইছাহ্লা মার্মা, ইউপি সদস্য মোঃ আব্দুল রহিম, বাইশারী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক মো: শহিদুল হক, ব্যবসায়ী নেতা আব্দুল করিম বান্টু, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল ইসলাম সও:, বাইশারী ইউনিয়ন যুবলীগ নেতা আবু কালাম, ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল কবির রাশেদ, সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল, সাংবাদিক আবুল কাশেম, নুরুল আজিম রিপন, মোঃ শাহিন, মুফিজুর রহমান, এম.হাবিবুর রহমান রনি প্রমুখ। এছাড়া উক্ত মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠন, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্রসহ শত শত লোক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন, সাংবাদিক আব্দুল হামিদ, জাহাঙ্গীর আলম কাজল, ইউপি সদস্য আব্দর রহিম, সাবেক ছাত্রলীগ সভাপতি নুরুল কবির রাশেদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল হক, সাংবাদিক আবুল কাশেম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীকে নি:শর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ ও সুশীল সমাজ আগামীতে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারী উচ্চারণ করেন।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর রাত ৯টার দিকে পত্রিকার কার্যালয় থেকে সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম চৌধুরীকে ডা: আব্দুল সালামের দায়ের করা মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়।

Exit mobile version