parbattanews

সম্প্রীতি থাকলে অবশ্যই শান্তি বজায় থাকবে: কংজরী চৌধুরী

গুইমারা প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, বড়দের মাঝে পাহাড়ি-বাঙ্গালি বৈষম্য থাকলেও বিদ্যালয়ের শিশুদের মাঝে এ বৈষম্য নেই। পার্বত্য অঞ্চলে এখন সবচেয়ে বড় প্রয়োজন এমন সম্প্রীতির। সম্প্রীতি থাকলে অবশ্যই শান্তি বজায় থাকবে। শান্তি খুজেঁ পাওয়া যায় না খুজেঁ নিতে হয়।

বুধবার (১০ এপ্রিল) বিকালে গুইমারা মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, বৈষম্যহীন শান্তি ও সম্প্রীতি যুক্ত সমাজ গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নাই।

সহকারী শিক্ষক মো. ইউচুপ জোসেফের সঞ্চালনায় ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

এছাড়াও খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই, উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণ লাল দেবনাথ, ইউপি সদস্য বিবি হাওয়াধন ও নুরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদাউস, গ্রাম র্সদার আব্দুল মমিনসহ স্কুলের সহকারী শিক্ষক, অভিভাবক ও শির্ক্ষাথীরা উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Exit mobile version