parbattanews

সম্প্রীতি থাকলে দেশের উন্নয়ন হয়: এমপি দীপংকর

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, ‘সম্প্রীতি থাকলে দেশের উন্নয়ন হয়, জাতির উন্নয়ন হয়। ভেদাভেদ ভুলে সকলে মিলে দেশের জন্য কাজ করলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।’

বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্প্রতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, ‘আমাদের নারী ফুটবল দলের সমন্বয়টা দেখেন। তাদের মধ্যে ঐক্য থাকার কারণে তারা আমাদের বিজয় উপহার দিয়েছেন।’

এমপি ক্ষোভের সাথে বলেন, ‘আমাদের এখানে কেউ কেউ উগ্র সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। এসব অপকর্ম করে তারা রাজনৈতিক ফায়দা লুটে। শান্তি-সম্প্রতি বজায় রাখতে হলে এসব উগ্র সাম্প্রদায়িক মানুষদের মুখোশ খুলে দিতে হবে। তাদের থেকে দূরে থাকতে হবে। কারণ, একমাত্র সম্প্রতি উন্নয়নের মূল চালিকা শক্তি।’

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রাঙামাটির সেক্টর’র সেক্টর কমান্ডার কর্নেল মো. তরিকুল ইসলাম, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. সেলিনা হোসেন, রাঙামাটি সদর জোন কমান্ডার লে.কর্নেল আশিকুর রহমান (পিএসসি), রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়সহ সাংবাদিক, ব্যবসায়ী, ধর্মীয় পণ্ডিতগণ এবং সমাজের গণমান্য ব্যক্তিবর্গরা সমাবেশে বক্তৃতা করেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Exit mobile version