parbattanews

‘সম্মিলিত প্রচেষ্টায় জেলার শ্রেষ্ঠ ইউনিয়নে পরিণত হবে ফতেখাঁরকুল’

নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজারের রামু উপজেলার প্রাণকেন্দ্র ফতেখাঁরকুল (সদর) ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুন) রামু উপজেলার তেচ্ছিপুল এলাকায় নিজস্ব অফিসে এ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন ফতেখাঁরকুল (সদর) ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদুল আলম।

নবনির্বাচিত ইউপি সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। ফতেখাঁরকুল ইউনিয়নকে জেলার শ্রেষ্ঠ ইউনিয়নে পরিণত করতে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। তবেই জনগণের আশা আকাঙ্খা প্রতিফলন ঘটবে বলে তিনি মনে করেন।

এতে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের আবুল বশর মেম্বার, ৪নং ওয়ার্ডের নুর আহাম্মদ মেম্বার, ১নং ওয়ার্ডের জাফর আলম মেম্বার, ৫নং ওয়ার্ডের সন্তোষ বড়ুয়া লুতু মেম্বার, ৩নং ওয়ার্ডের মোর্শেদ আলম মেম্বার, ৬নং ওয়ার্ডের কামাল উদ্দিন মেম্বার, ৮নং ওয়ার্ডের রুকন উদ্দিন মেম্বার, ৯নং ওয়ার্ডের মোবারক হোসেব বা¹ু মেম্বার, ৭নং ওয়ার্ডের লিটন বড়–য়া লুতু মেম্বার, ১,২,৩নং সংরক্ষিত মহিলা আসনের সাবেকুন্নাহার, ৪,৫,৬নং ওয়ার্ডের নুর নাহার বেগম মেম্বার, ৭,৮,৯নং ওয়ার্ডের রাশেদা খানম মেম্বার।

এতে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিকসহ ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সচিব নিরোদ বরণ পাল, উদ্যোক্ত গিয়াস উদ্দিন টিটু, মাস্টার শওকত ইসলাম, প্রবীণ মুরব্বী রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান ফরিদুল আলমের নির্বাচনী সমন্বয়ক বেলায়েত হোসেন রাজু, যুবলীগ নেতা রাশেদুল হক বাবু প্রমূখ। ইফতার মাহফিলে ফতেখাঁরকুলবাসীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

Exit mobile version