নাইক্ষ্যংছড়িতে দুর্নীতি বিরোধী দিবস পালন

‘সময়ের কাজ সময়ে না করা দুর্নীতি’

fec-image

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় র্যালি শেষে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রথম পর্বের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা।

এসময় তিনি বলেন, ‌‘সকলকে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে হবে। অনেকে মনে করেন দুর্নীতি শুধু অর্থগত। আসলে তা না। দুর্নীতির আরো অনেক খাত আছে। যেমন- দায়িত্ব পালন। সময়ের কাজ সময়ে না করা; কাজে অবহেলা করা; মানুষকে দুর্ভোগে বা ভোগান্তিতে ফেলা এসবই দুর্নীতি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা আরো বলেন, ‘সরকারি কর্মকর্তা হয়ে ৮ ঘণ্টার কাজ ৫-৭ ঘণ্টা করলে এটা দুর্নীতি। এখন প্রযুক্তি সবার হাতে। দেশ এগিয়ে যাচ্ছে। বদলে যাচ্ছে মানুষের মনোভাব। আমাদেরও মনোভাব বদলিয়ে দুর্নীতি মুক্ত সমাজ বিনির্মানে শরীক হতে হবে। নয়তো দেশকে অসম্মান করা হবে।’

এ সময় দিবস দুটির প্রতিপাদ্য বিষয় ও দিবস পালনের লক্ষ্য যথাযথ ভাবে তুলে ধরা হয়। যাতে পাহাড়ি জনপদ নাইক্ষ্যংছড়ির সরকারি কর্মকর্তা ও জনগণকে দুর্নীতি বিরোধী মনোভাব তৈরীতে সহায়ক হয় । অপর দিকে বেগম রোকেয়া দিবস পালনের মাধ্যমে নারীর প্রতি সহিঞ্চু মনোভাব সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

দ্বিতীয় পর্বের প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মারমা। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইমরান, অনুষ্ঠানের সভাপতি দুদকের প্রতিনিধি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই ফখরুল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি সমাজ উন্নয়নে বড় বাধা। এ বাধা অতিক্রম করতে সকলকে সততার সাথে জীবন পরিচালনা করতে হবে। দেশকে ভালবাসতে হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দুর্নীতি, নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন