parbattanews

সরকারি আইন অমান্য করায় আ’লীগ নেতাকে জরিমানা

বান্দরবানের রুমা উপজেলায় সরকারি চাল বস্তা পাল্টিয়ে বেআইনীভাবে মজুদ করার অপরাধে অবশেষে ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার বান্দরবানের রুমা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়ামিন হোসেন সরেজমিনে তদন্তের পর এই অর্থদণ্ড দেন।

জানা গেছে, সম্প্রতি ‘সরকারি বরাদ্দের চাল বস্তা পাল্টিয়ে মজুদ করছে’ এমন অভিযোগ উঠে রুমা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও রেমাক্রি প্রাংশা ইউনিয়নের ১০ টাকা দামের খাদ্যবান্ধব কর্মসূচি ডিলার পনলাল চক্রবর্তীর বিরুদ্ধে।

এই ঘটনায় গত শুক্রবার পনলালের দোকানে তালা দিয়েছিলেন উপজেলা প্রশাসন। পরবর্তী খাদ্য কর্মকর্তাসহ তদন্ত করে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে।

এই প্রসঙ্গে রুমা উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন বলেন, সরকারি আইন অমান্য করে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার অপরাধে ডিলার পনলালকে দণ্ডবিধি আইনের ২৯১ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়৷ মামলা নং-৪৭/২০২০

Exit mobile version