parbattanews

সরকারি চাকরিতে বাধ্যতামূলক করা হয়েছে “ডোপ টেস্ট”

পার্বত্যনিউজ ডেস্ক:

এখন থেকে সকল সরকারি চাকরিতেই লিখিত ও মৌখিক পরীক্ষার পর বাধ্যতামূলক ‘ডোপ টেস্ট’ করার নির্দেশনা জারি করা হয়েছে।

৫ ডিসেম্বর স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একটি পরিপত্র জারি হয়।

পরিপত্রে বলা হয়, সকল শ্রেণির সরকারি চাকরিতে প্রবেশের সময় বিদ্যমান অন্যান্য ব্যবস্থার সঙ্গে ডোপ টেস্ট অন্তর্ভুক্ত করে এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রতিবেদন পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) এর কাছে পাঠাতে হবে।

উল্লেখ্য, কিছু কিছু মাদক বা অ্যালকোহল’জাতীয় নেশাকর পণ্য আছে যার রেশ শরিরে থেকে যায়। আর এগুলোই ডোব টেস্টের মাধ্যেমে ধরা হয়।

প্রতি বছর সরকারি প্রতিষ্ঠানে হাজার হাজার তরুণ-তরুণী চাকরিতে প্রবেশ করছে। চাকরির ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হতো।

Exit mobile version