parbattanews

সরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অবমাননা

22

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বিজয়ের মাসে নাইক্ষ্যংছড়ি ডাক বিভাগ কর্তৃক দেশপ্রেম দেখাতে গিয়ে জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগ উঠেছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে নাইক্ষ্যংছড়ি ডাক বিভাগ নিজেদের ইচ্ছেমত মাপের একটি ছোট জাতীয় পতাকা পাচঁ ফুট লম্বা আখাম্বা খুঁটিতে বেধে পেয়ারা গাছে উড়ানো হয়। নাইক্ষ্যংছড়ি থানা মোড় সংলগ্ন একটি সরকারী প্রতিষ্ঠানে এভাবে জাতীয় পতাকা উড়ানোর কারণে দেশপ্রেমিক নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

খবর পেয়ে তাৎক্ষনিক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরী জাতীয় পতাকা অবমাননার চিত্র ধারণ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, সাংবাদিক ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

এ বিষয়ে তিনি বলেন, দেশপ্রেমে উন্মাদনায়  নয়, লোকদেখানো মনোভাবে নয়, জেনে বুঝে সম্মানের সাথে পতাকা উড়াতে হবে। বাংলাদেশ পতাকা রুলস ১৯৭২ (সংশোধনী ২০১০) অনুযায়ী পতাকা অবমাননার জন্য সর্বোচ্চ ২ বছর পর্যন্ত শাস্তি এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। গুরুতর এ বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিবেন এমনটি মনে করেন তিনি।

Exit mobile version