parbattanews

‘সরকারের উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে, কোন ধরনের অপরাধকে ছাড় নয়’

মহেশখালী থানার উদ্যোগে থানা চত্বরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

মহেশখালীতে চৌকিদার প্যারেড ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মহেশখালী থানার উদ্যোগে থানা চত্বরে এই প্যারেড ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধরে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, সরকারে উন্নয়নের মহা পরিকল্পনা মোতাবেক মহেশখালীতে বেশকিছু উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে ফলে সরকারি বেসরকারি বিভিন্ন দেশের কর্মকর্তারা এখানে রয়েছে , যার ফলে কোন ধরনের অপরাধকে আমরা ছাড় দিতে পারিনা। সরকারের সুনাম নষ্ট করতে এক ধরনের অসাধু ব্যক্তিরা প্রকল্পের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমাদের সজাগ থাকতে হবে।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজারের কালের কন্ঠ প্রতিনিধি এড. তোফায়েল আহমদ, চ্যানেল আইয়ের স্টাফ রিপোটার সরওয়ার আজম মানিক প্রমুখ।

কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, সহকারি পুলিশ সুপার (ডিএসবি) শহীদুল ইসলাম, মহেশখালী সার্কেলের সহকারি পুলিশ সুপার রতন কুমার চক্রবর্তীসহ সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version