parbattanews

‘সরকারের বিধি-নিষেধ বাস্তবায়নে কোন ধরনের ছাড় দেয়া হবেনা’

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকারের টানা ১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে মাটিরাঙ্গায় জনসচেতনতা বৃদ্ধি ও বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করার লক্ষ্যে ভ্রম্যমাণ আদালত পরিচালনা করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ।

কঠোর লকডাউনের তৃতীয় দিনে রোববার (২৫ জুলাই) মাটিরাঙা পৌর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সরকারী বিধি-নিষেধ না মেনে দোকান খোলা রাখায় চার দোকানি এবং অপ্রয়োজনে ঘোরাফেরা ও মাক্স ব্যবহার না করায় তিন জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সরকারের বিধি-নিষেধ বাস্তবায়নে কোন ধরনের ছাড় দেয়া হবেনা জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো: হেদায়েত উল্যাহ বলেন, মানুষকে নিরাপদে রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সবাইকে যথাযথ স্বাস্হ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না। মানুষের প্রয়োজনে আমরা ২৪ ঘন্টা মাঠে আছি এবং থাকবো।

Exit mobile version