parbattanews

‘সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নে সমবায় আন্দোলন বিশেষ ভূমিকা রাখতে পারে’

221122344999222-copy

নিজস্ব প্রতিবেদক:

‘সমবায়ের দর্শন, টেকসই উন্নয়ন’ এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কক্সবাজারের রামুতেও ৪৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১ টার দিকে  উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে রামু উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে রামুর বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: নিকারুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম। প্রধান অতিথি রিয়াজ উল আলম বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব। সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নে সমবায় আন্দোলন বিশেষ ভূমিকা রাখতে পারে। তাই সঠিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এজন্য সকল সমবায়ীদেরও পরিশ্রম করা প্রয়োজন।  সমবায় জনগণের সংগঠন। সরকার  বাংলাদেশের পল্লী অঞ্চলের দারিদ্র্য বিমোচন, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা সেলিম উল্লাহ, চৌমুহনীর বনিক সমবায় সমিতির সহ সভাপতি রুহুল আমিন রকিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, জনপ্রতিনিধি, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ।

Exit mobile version