parbattanews

সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে নাইক্ষ্যংছড়িতে আলোচনা সভা

nc-news-pic-29-09-2016-copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক উদ্বুদ্ধকরণ এবং সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়ে লামা তথ্য অফিসের বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দিন। লামা তথ্য অফিসার মো: রুহুল আমিন চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মো: শাহাদাত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার নয়ন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সিনিয়র শিক্ষক চানু অং চাক, সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল প্রমূখ।

সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে তথ্য প্রযুক্তি, শিক্ষা, যোগাযোগসহ সকল ক্ষেত্রে সরকারের বিভিন্ন উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনাকে তুলে ধরেন।

Exit mobile version