parbattanews

সরকার দলীয় নেতা-কর্মীদের মারধরের ঘটনায় বান্দরবান পুলিশ প্রশাসনে রদবদল!

পুলিশ লোগো
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে সরকার দলীয় নেতাদের মারধর ও নির্যাতনের অভিযোগে পুলিশ প্রশাসনের উপ-পরিদর্শক ও কনস্টেবলসহ আটজনকে শাস্তিমূলকভাবে মঙ্গলবার বদলি করা হয়েছে।

এরমধ্য চারজন উপ-পরিদর্শক ও চারজন কনস্টেবল। সদর থানার উপ-পরিদর্শক নাছির উদ্দিন, এনামুল হক, এস আই কাওছার হামিদ ও উপসহকারী পরিদর্শক মৃদুল বড়ুয়া। কনস্টেবলরা হলেন, মো. জাফর, আব্দুল ওহাব, মঈনুল ও রিয়াদ।

শনিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের এক উপ-পরিদর্শকে মারধরের অভিযোগে পৌর-কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল বশর ও যুবলীগ নেতা কবির আহম্মদ আটক করে।

এ ঘটনায় আওয়ামীলীদের শীর্যস্থানীয় নেতা-কর্মীরা জরুরী বৈঠকে বসে। বৈঠকে সরকার সমর্থক একাধিক নেতা-কর্মী পদত্যাগের সিধান্ত নেয়। এঘটনার জের ধরে আট পুলিশ অফিসার ও কনস্টেবলকে বদলী করা হয়েছে।

এব্যপারে পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, কাওকে শাস্তি মূলক বদলি করা হয়নি। রুটিন অনুযায়ী তাদের বদলি করা হয়েছে। এটা পুলিশ প্রশাসনের অভ্যান্তরীন বিষয়।

Exit mobile version