parbattanews

সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবার আহবান – ওয়াদুদ ভূইয়া

IMG_36972684878045

মো. আল আমিন, খাগড়াছড়ি থেকেঃ

কেন্দ্রঘোষিত কর্মসূচির আলোকে খাগড়াছড়ি জেলা বিএনপি কতৃক আয়োজিত যৌথ সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা বিএনপি’র সভাপতি, সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই অবৈধ সরকার পতনের আন্দোলনে সকলের অংশগ্রহন নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যকার বিভেদ ভুলে ঈদের পর দেশনেত্রীর ঘোষিত আন্দোলনে জনসাধারণকে সাথে রেখে অংশগ্রহণ করতে হবে। অতীতের মতো আওয়ামীবিরোধী আন্দোলনে খাগড়াছড়ির রাজপথে সকল আন্দোলন কর্মসূচি সফলভাবে পালনের আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জণগণের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, মতপ্রকাশের অধিকার এমনকি বিচার চাইবার অধিকার যে অবৈধ সরকার রুদ্ধ করে দিয়েছে, তাঁর বিরুদ্ধে জোর আন্দোলন গড়ে তোলা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে।

খাগড়াছড়ি জেলা বিএনপি’র সহ-সভাপতি কংচারি মাস্টারের সভাপতিত্বে এই যৌথ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত ও অন্যান্য নেতৃবৃন্দ। যৌথ সভায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল ব্যাপক। জেলা ও বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মীদের আগমনে মুখর ছিল সভার আশেপাশের এলাকা। সকাল ৮ টা থেকেই বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীদের গাড়িবহর নিয়ে ও জেলার স্থানীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন। সভা শুরুর আগেই কানায় কানায় ভরে উঠে গোটা সভাস্থল।

 

Exit mobile version