parbattanews

‘সরকার পাকিস্তানী কায়দায় পার্বত্য চট্টগ্রামে শাসন-শোষণ চালাচ্ছে’

স্টাফ রিপোর্টার :
সরকার পাকিস্তানী কায়দায় পার্বত্য চট্টগ্রামে শাসন-শোষণ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতৃবৃন্দ। তারা বলেন, সরকার মূলত পাকিস্তানী কায়দায় ‘ভাগ করো শাসন করো’ নীতির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে ঔপনিবেশিক শাসন-শোষণ চালাচ্ছে। নিজেদের মধ্যে ভ্রাতৃঘাতি সংঘাত জিইয়ে থাকলে কোনোভাবেই এ পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয় বলে দাবি করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

ইউপিডিএফ সমর্থনপুষ্ট যুব সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের নানিয়ারচর থানা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় এসব মন্তব্য করেন দলটির নেতৃবৃন্দ।বৃহস্পতিবার অনুষ্ঠিত কাউন্সিলে সংগঠনটির ওই থানা কমিটি পুনর্গঠিত হয়। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, কাউন্সিলে সর্বসম্মতিতে প্রদীপময় চাকমাকে সভাপতি, নিল চাকমাকে সাধারণ সম্পাদক ও প্রিয় লাল চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে যুব ফোরামের নানিয়ারচর থানার ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নব নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরা।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলার নানিয়ারচর থানা শাখার কাউন্সিল খুল্যাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। কাউন্সিল কমিটির আহবায়ক প্রদীপময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন- সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরা, ইউপিডিএফ সদস্য উদয় শংকর চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের নানিয়ারচর থানার সভাপতি রিপন আলো চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মন্টি চাকমা ও বিশিষ্ট ব্যক্তি জ্ঞান বিলাস চাকমা প্রমূখ। টুকুমনি চাকমার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিল চাকমা।

বক্তারা অভিযোগ করে বলেন, সরকার মূলত পাকিস্তানী কায়দায় ‘ভাগ করো শাসন করো’ নীতির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে ঔপনিবেশিক শাসন-শোষণ চালাচ্ছে। আমাদের মধ্যে ভ্রাতৃঘাতি সংঘাত জিইয়ে থাকলে কোনোভাবেই এ পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয়। এতে পার্বত্য চুক্তি বাস্তবায়ন যেমনি হবে না, তেমনি পূর্ণস্বায়ত্বশাসন সংগ্রামকেও বেগবান করা যাবে না। তাই পার্বত্য চট্টগ্রামের জনগণের অধিকার আদায়ে বিভেদ নয়- ঐক্যবদ্ধ হতে হবে।

Exit mobile version