সরকার মৎস্য খাতে ব্যাপক ভূমিকা রাখছে: মাছের পোনা বিতরণকালে রিয়াজ উল আলম

IMG20160824110405 copy

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্ত কার্যক্রমের আওতায় প্রতি বছরের মত এ বছরও বিভিন্ন মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত জাতের মাছের পোনা বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্যবীদ মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে পোনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম।

উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, দেশের মৎস্য সম্পদের কাঙ্খিত উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষে বিভিন্ন সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। মৎস্য উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রগুলোর সবধরনের জলজ সম্পদ ব্যবহারে আমরা যদি সচেষ্ট হই তাহলে আগামীতে এই অঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, দেশ এখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী জেলে সম্প্রদায়ের ভাগ্যন্নোয়নে ব্যাপক ভূমিকা রাখছেন।

এতে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আলী হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিকারুজ্জামান, আঞ্চলিক মৎস্য কর্মকর্তা মুখলেছুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক মিজানুর রহমান, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের  সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ সিদ্দিকী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৌদ্ধ নেতা সুরেশ বাঙ্গালী, মাঠ কর্মী হোসেন মোহাম্মদ। এসময় উপজেলা পরিষদ, সেনানিবাস, বিজিবি ক্যাম্প ও রামু থানার পুকুরসহ ১১টি ইউনিয়নের বিভিন্ন মসজিদ মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মকর্তাদেরকে মাছের পোনা বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন