parbattanews

সশস্ত্র বাহিনী  দিবস উপলক্ষে এতিমদের নিয়ে বিশেষ মোনাজাতসহ দিনব্যাপী কর্মসূচি

গুইমারা প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোন সদরে সশস্ত্র বাহিনী  দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

দিবসটি  উপলক্ষে বুধবার(২১ নভেম্বর) সকালে জোন সদরে  বিশেষ মোনাজাত, পতাকা উত্তোলন, সেনা সদস্যদের নিয়ে দরবার, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্যচিত্র ও দুপুরে প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

এছাড়াও রাতে মানিকছড়ি ,গুইমারার হাফছড়ি তিনটি মাদ্রসার প্রায় চার শতাধিক এতিম ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ মোনাজাত ও ভুরি ভোজের আয়োজন করা হয়েছে। এ সময়ে  জোন উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাউদ্দিন ও গুইমারা সাবজোন অধিনায়ক ক্যাপ্টেন সামিউল ইসলাম সৌখিন উপস্থিত ছিলেন।

দুপুরে প্রীতিভোজের পর প্রধান অতিথি জোন অধিনায়ক লে. কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব দিবসটি উপলক্ষে  বলেন, ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। অতঃপর ১৬ ডিসেম্বর, মিত্রবাহিনীর কাছে পাকিস্তানী হানাদার বাহিনীর প্রায় তিরানব্বই হাজার সেনা সদস্যের আত্মসমর্পণের মধ্য দিয়েই বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি ঘটে।

Exit mobile version