parbattanews

‘সাঁতার শিখুন, জীবন বাঁচান’-স্লোগানে লামায় শেষ হলো সাঁতার প্রশিক্ষণ

লামায় প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি

সাঁতার শিখুন, জীবন বাঁচান – স্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবানের লামা উপজেলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ অনষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) শুরু হয়ে বুধবার (২০ নভেম্বর) শেষ হয় এ অনুষ্ঠান। শেষদিনে সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। এতে সহকারি কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা, প্রশিক্ষক সঞ্জয় বড়ুয়া, সমন্বয়কারী সেলিমুল ইসলাম, লামামুখ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিতান বিকাশ বড়ুয়া, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যানের একান্ত সহকারি কামরুল হাসান পলাশ বিশেষ অতিথি ছিলেন।

অনুষ্ঠানে ৩০জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমিসহ অতিথিবৃন্দ। বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৯-২০২০ এর অধীনে মাস ব্যাপী বিনামুল্যের এ প্রশিক্ষণের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

Exit mobile version