বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর সদস্য, গবেষক এবং বিশ্লেষক এ এইচএম ফারুককে হত্যার হুমকি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এবং তার পরিবারের সদস্যদের হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি।
বৃহস্পতিবার (৯অক্টোবর) ক্র্যাব কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানান।
ফারুক নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ইতিমধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ফারুক জানান, তিনি সম্প্রতি পার্বত্য এলাকার কিছু সশস্ত্রগোষ্ঠীর অশান্তি সৃষ্টির বিষয়ে টেলিভিশন চ্যানেলগুলোতে টকশোতে নিজের কাছে থাকা তথ্যগুলো দিয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য দিয়ে যাচ্ছেন। পাশাপাশি জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রবন্ধ লিখে ঘটনার বিশ্লেষণ তুলে ধরছেন।
এই প্রেক্ষিতে তার এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে সংঘবদ্ধ সাইবার আক্রমণ শুরু হয়েছে। তাকে ফোনেও প্রানণাশের হুমকি দেয়া হয়েছে। তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সাম্প্রতিক বিভিন্ন গবেষণা ও লেখালেখি এবং টেলিভিশন টকশোতে কথা বলার সূত্রধরে পার্বত্য চট্টগ্রামের একটি দুষ্কৃতকারী চক্র প্রাণ নাশের হুমকিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রহনন এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। গ্রামে তার পরিবারও নিরাপত্তা হীনতাবোধ করছেন। বড় ধরনের ক্ষতির আশংকায় মানসিকভাবে বিধ্বস্ত তিনি।
এ ঘটনায় উদ্বেগ জানিয়ে ক্র্যাব সভাপতি ও সাধারণ সম্পাদক দ্রুত ঘটনার তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তারের জোর দাবি জানান।