parbattanews

সাংবাদিক জালালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবীতে প্রতিবাদ সভা

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার জেলা প্রতিনিধি সাইয়েদ জালাল উদ্দিনের উপর শুক্রবার গভীর রাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার দুপুরে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সভাপতি বদিউল আলম।

সভায় ক্ষোভ প্রকাশ করে বলা হয়, “হত্যার উদ্দেশ্যে সাংবাদিক জালালের উপর হামলাকারী সন্ত্রাসীরা এর আগেও সাংবাদিকের উপর হামলা চালিয়েছিল। যার সুষ্ঠু বিচার না হওয়ায় তারা আবারো সাংবাদিকের উপর হামলা করার সাহস পেয়েছে।”
সভায় বক্তারা দাবী জানান, “গ্রেফতারকৃত সন্ত্রাসী জসিম উদ্দিন, নুর আহমদ ও সেলিনা ইসলাম খুকী’র বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
“সভায় সাংবাদিক জালাল ও তার পরিবারকে প্রয়োজনীয় নিরাপত্তা দেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।”

সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ-সভাপতি আতাহার ইকবাল, ডেইলী নিউ এজ্ এর কক্সবাজার প্রতিনিধি মুহাম্মদ নুরুল ইসলাম, ডেইলী নিউজ টুডে’র কক্সবাজার প্রতিনিধি মমতাজ উদ্দিন বাহারী, দৈনিক সংগ্রামের কক্সবাজার প্রতিনিধি কামাল হোসেন আজাদ, দৈনিক নয়াদিগন্তের কক্সবাজার সংবাদদাতা জি এ এম আশেক উল্লাহ, দৈনিক ভোরের ডাক ও ডেইলী বাংলাদেশ টুডে’র কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ হাসিম, ডেইলী সান’র কক্সবাজার প্রতিনিধি আবদুল মোনায়েম খান, দৈনিক ইত্তেফাক ও দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি আহমদ গিয়াস, দৈনিক আমার দেশ’র কক্সবাজার প্রতিনিধি আনসার হোসেন, দৈনিক আজকের দেশ বিদেশে’র সিনিয়র রিপোর্টার এম আর মাহবুব, পাক্ষিক মেহেদীর প্রধান সম্পাদক জসিম উদ্দিন কিশোর, ইসলামিক টেলিভিশন ও দৈনিক কর্ণফূলী’র কক্সবাজার জেলা প্রতিনিধি আবদুল্লাহ নয়ন, দৈনিক বণিক বার্তার কক্সবাজার প্রতিনিধি এম ইব্রাহিম খলিল মামুন, দৈনিক বাংলাদেশ সময়’র কক্সবাজার প্রতিনিধি চঞ্চল দাশ গুপ্ত ও দৈনিক আমাদের কক্সবাজার’র স্টাফ রিপোর্টার মোহাম্মদ-উর-রহমান মাসুদ ও এস এম নবী হোসেন প্রমুখ।

Exit mobile version