parbattanews

‘সাংবাদিক-পুলিশ পারস্পরিক সহযোগিতা থাকলে সমাজের সব ধরণের অনিয়ম রোধ সম্ভব হবে’

খাগড়াছড়ির বিদায়ী পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেছেন, নিজের দায়িত্ব সঠিক ভাবে পালনসহ জনগণের বন্ধু হয়ে কাজে করলেই পুলিশের সফলতা আসে,আমি তা বজায় রাখার চেষ্টা করেছি।

তিনি পুলিশ-মিডিয়া একের অপরের পরিপুরক উল্লেখ করে বলেন, পারস্পারিক সহযোগিতা থাকলে সমাজের সব ধরনের অনিয়ম রোধ সম্ভব হবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) খাগড়াছড়ি প্রেসক্লাবের উদ্যোগে দেওয়া বিদায় সংবর্ধনার অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান এ কথা বলেন।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ির বিদায়ী পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান। বক্তব্য রাখেন খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক ও দৈনিক অরন্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক তরুণ কুমার ভট্টাচার্য্য, সহ-সভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক কানন আচার্য্য,জসিম উদ্দিন মজুমদার প্রমূখ।

সাংবাদিকরা বিদায়ী পুলিশ সুপার আহামার উজ্জামানকে মিডিয়া বান্ধব পুলিশ অফিসার উল্লেখ করে তার উত্তোর উত্তোর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকরা ফুল ও সম্মাননা ক্রেষ্ট দিয়ে বিদায়ী পুলিশ সুপারকে বরণ করে নেন।

Exit mobile version