parbattanews

সাংবাদিক মকসুদ আহমেদ’র ‘পাহাড়ের সংশপ্তক’ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রামের সাংবাদিক একেএম মকসুদ আহমেদ এর ‘পাহাড়ের সংশপ্তক’ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭নভেম্বর) বিকেলে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাহাড়ের সাংবাদিক একেএম মকসুদ আহমেদ সংবাদ জগতের বট বৃক্ষ। তিনিই প্রথম পিছিয়ে পড়া পাহাড়ের চিত্র তুলে ধরেন দেশের মানুষের কাছে। তার অবদান পার্বত্যবাসী মনে রাখবে।

এমপি নবীন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মকসুদ ভাইয়ের মতো আপনারা কাজ করুন। পার্বত্যবাসীর উন্নয়নে ভূমিকা রাখুন। রাঙামাটি প্রেস ক্লাবের উন্নয়নে আমার পক্ষ থেকে যা কিছু করার দরকার তাই করবো।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার আল হক এর সঞ্চালনায় এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরী, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, অতিরিক্ত পুলিশ সুপার মারুপ আহমেদ এবং সাংবাদিক একেএম মকসুদ আহমেদসহ আগত অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।

আলোচনা সভার পর পার্বত্য চট্টগ্রামের সাংবাদিক একেএম মকসুদ আহমেদ এর ‘পাহাড়ের সংশপ্তক’ প্রকাশনা বইটির মোড়ক উন্মোচন করা হয়।

Exit mobile version