parbattanews

রাঙ্গামাটিতে সাংবাদিক নদী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রাঙ্গামাটি প্রতিনিধি:

পাবনায় খুন হওয়া সাংবাদিক সুবর্ণা নদীসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের দ্রুত বিচারে দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাঙ্গামাটির কর্মরত সাংবাদিকবৃন্দ।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সোলায়মান, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙ্গামাটি জার্নালিস্ট নেটওয়ার্কেও সভাপতি শান্তিময় চাকমা, দৈনিক রাঙ্গামাটির ব্যবস্থপনা সম্পাদক ঝিমি কামাল, দৈনিক ইনকিলাব রাঙ্গামাটি জেলা প্রতিনিধি সৈয়দ মাহব্বুর রহমানসহ রাঙ্গামাটির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে যেসব সাংবাদিক খুন হয়েছে তারও আজ পর্যন্ত কোন বিচার হয়নি। আদৌ এসব বিচার হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। একের পর এক সাংবাদিক হত্যা এবং এক দশকে একজন সাংবাদিক হত্যার বিচারও শেষ হয়নি।

বক্তারা আরো বলেন, অবিলম্বে পাবনায় খুন হওয়া সাংবাদিক সুবর্ণা নদীসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের দ্রুত খুনিদের বিচারের আওতায় নিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের কাছে জোড় দাবি জানান সাংবাদিক নেতারা। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের বনরূপায় এসে শেষ হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে পাবনা পৌর সদরের রাঁধানগর মহল্লায় আদর্শ গার্লস হাইস্কুলের সামনে ভাড়া বাসায় ফেরার পথে বাসার সামনেই কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Exit mobile version