parbattanews

সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে রাঙামাটিতে জেলা প্রশাসনে উদ্যোগে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার :

‘‘নিরাপদ সাইবার জগত, এটাই হোক আজকের শপথ’’ এই স্লোগানকে সামনে রেখে সাইবার নিরাপত্তা ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে দিন ব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা জামানের (সার্বিক) সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোস্তাফা কামাল এবং বিশেষ অথিতি ছিলেন রাঙামাটি পুলিশ সুপার আমেনা বেগম।

সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে নানামূখী পদক্ষেপ নিয়ে কাজ শুরু করেছেন । তার মধ্যে অন্যতম তথ্য প্রযুক্তি। বাংলাদেশে অনেক ক্ষেত্রেই সাইবার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং এ ক্ষেত্রে কিছু মহল অপরাধমুলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। তাই দেশব্যাপী সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন বক্তরা।

Exit mobile version