parbattanews

বান্দরবানে সাইরু রিসোর্টে ভ্যাট গোয়েন্দার অভিযান

পার্বত্য জেলা বান্দরবানের বিলাসবহুল রিসোর্ট সাইরুতে ভ্যাট গোয়েন্দা সংস্থা অভিযান চালিয়েছে। সোমবার (৩০নভেম্বর) এই অভিযান চালানো হয়। অভিযানকালে ভ্যাট গোয়েন্দারা বিভিন্ন কাগজপত্র জব্দ করে নিয়ে যান। তবে তাৎক্ষণিক কোনো জরিমানা বা মামলা করা হয়নি।

এই বিষয়ে সাইরু রিসোর্টের সংশিষ্ট ওয়াহিদ বাবুল বলেন, ভ্যাট গোয়েন্দা সংস্থার একটি টিম সাইাং পরিদর্শন করেছে। পরিদর্শনের বিভিন্ন কাগজপত্র তারা দেখেন। প্রায় সময় ভ্যাট গোয়েন্দা এই ধরনের পরিদর্শন করে থাকেন।

সাইরু রিসোর্টের স্বত্তাধিকারী রাংলাই ম্রো জানান, ভ্যাট গোয়েন্দা সংস্থার একটি দল রিসোর্ট ভিজিট করে বিভিন্ন কাগজপত্র দেখেছেন। ভ্যাটে অসঙ্গতির অভিযোগে ভ্যাটের কিছু কাগজপত্রও তারা নিয়ে গেছেন। তাৎক্ষণিক কোনো অসঙ্গতি তারা পায়নি। কোনো ধরণের জরিমানাও করা হয়নি।

এই বিষয়ে বান্দরবান জেলা ভ্যাট কর্মকর্তা মো. জামাল উদ্দিন বলেন, ভ্যাটের স্থানীয় অফিসের পক্ষ থেকে কোনো অভিযান চালানো হয়নি। তবে ঢাকা থেকে ভ্যাট গোয়েন্দারা হয়ত অভিযান চালিয়েছে। তবে বিস্তারিত বলতে পারবোনা।

Exit mobile version