parbattanews

সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে ইউনাইটেড কারাতে ক্লাবের সাফল্য

নেপালের কাঠমন্ডতে অনুষ্ঠিত সপ্তম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৩’ এ ইউনাইটেড কারাতে ক্লাবের মূল শাখা বান্দরবানের খেলোয়াড়রা র্স্বণ, রৌপ্য ও তাম্র পদক অর্জন করেন। এছাড়া এই চ্যাম্পিয়নশিপে এশিয়ান কারাতে ফেডারেশন এর কোচেস পরীক্ষায় এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী কারাতে কাতা কোচ হয়েছেন সেনন্সি জউপ্রু। তিনি বাংলাদেশের প্রথম নারী কাতা কোচ। তাঁর এই সফলতা পুরো দেশের গর্ব।

আর্ন্তজাতিক কারাতে খেলোয়াড় ও বিচারক শিহান সিংমং এর প্রতিষ্ঠিত ইউনাইটেড কারাতে ক্লাব বাংলাদেশের মূল শাখা বান্দরবানের কারাতে খেলোয়াড়রা ২টি র্স্বণ, ৩টি রৌপ্য ও ২টি তাম্র পদক অর্জন করেন এই চ্যাম্পিয়নশিপে।

তারা হলেন সিংক্যউ পুরুষ (দলগত কাতা) স্বর্ণ পদক, ক্যছাইউ মার্মা পুরুষ (দলগত কাতা) স্বর্ণ পদক, রেংহিন ম্রো পুরুষ (দলগত কাতা) স্বর্ণ পদক, ক্যছাইউ মার্মা পুরুষ (৪৭ কেজি) স্বর্ণ পদক, সিংক্যউ পুরুষ (একক কাতা) রৌপ্য পদক, রুইতুম ম্রো মহিলা (একক কাতা) রৌপ্য পদক, রুইতুম ম্রো মহিলা (দলগত কাতা) রৌপ্য পদক, ছাইনুয়ই মার্মা মহিলা (দলগত কাতা) রৌপ্য পদক, টুম্পং ম্রো মহিলা (দলগত কাতা) রৌপ্য পদক রেংহিন ম্রো পুরুষ (৫৭ কেজি) তাম্র পদক ও টুম্পং ম্রো মহিলা (৪৭ কেজি) তাম্র পদক।

এই আয়োজনে সেনন্সি জউপ্রু এশিয়ান কারাতে ফেডারেশনের কোচেস পরীক্ষায় এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী কারাতে কাতা কোচ হয়ে পুরো দেশকে সম্মানিত করেছেন।

Exit mobile version