parbattanews

সাকিবের বায়োপিক বানাতে চান সৃজিত

বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানকে নিয়ে বায়োপিক বানাতে চান ভারতের প্রখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জি। বাংলাদেশ-পাকিস্তান ঢাকা টেস্ট চলাকালে মাঠে বসে খেলা দেখার সময় এই ইচ্ছা পোষণ করেন তিনি।

পাকিস্তান সিরিজে অনিশ্চিত সাকিবের অংশগ্রহণ সাকিবকে নিয়ে এখনও কোনো চলচ্চিত্র নির্মিত না হওয়ায় অবাক সৃজিত।

বিখ্যাত ব্যক্তিদের নিয়ে বায়োপিক বানানোর জন্য খ্যাতি আছে সৃজিতের। তিনি বানাতে চান সাকিবের বায়োপিকও। সাকিব ছাড়াও সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে নিয়েই বায়োপিক বানানোর ইচ্ছা আছে তার।

ম্যাচের ৫ম ও শেষ দিনের খেলা চলাকালে বারবার সাকিবের প্রশংসা করছিলেন সাকিব। এ সময় সাকিবকে নিয়ে বায়োপিক তৈরির পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘অবশ্যই আছে। সাকিবকে নিয়ে এখনও কোনো চলচ্চিত্র হয়নি কেন সেটাই ভাবছি।’

সাকিবের প্রশংসায় পঞ্চমুখ সৃজিত বলেন, ‘সে আন্তর্জাতিক মানের একজন অলরাউন্ডার, আমি ভেবেছিলাম এতোদিনে তো হুড়োহুড়ি লেগে যাবে কে তার বায়োপিক বানাবে। যদি বানানো, হয় অবশ্যই আমার আগ্রহ থাকবে বানানোর জন্য।’

দেশপ্রেমের জন্য টেস্ট খেলার সুযোগ বিসর্জন দেন রকিবুল সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে নিয়েও বায়োপিক বানাতে চান সৃজিত।

স্বাধীনতার সাবেক অধিনায়ক রকিবুলকে নিয়েও বায়োপিক বানানোর ইচ্ছা আছে সৃজিতের। তিনি বলেন, ‘শুধু সাকিব আল হাসানই নয়, রকিবুল হাসানের যে ঘটনা- ব্যাটে জয় বাংলা লিখে খেলতে নামা, যে প্রতিবাদ, সেই সময়ের পাকিস্তান দল আর মুক্তিযুদ্ধে সঙ্গে ক্রিকেটের যে সম্পর্ক সেই ঘটনা নিয়েও আমার খুবই ইচ্ছে সিনেমা বানানোর।’

ঢাকা টেস্ট মাঠে বসে দেখে সৃজিত বেশ উপভোগ করেছেন, তা তার কথায়ই স্পষ্ট। তার ভাষায়, ‘ক্রিকেট আমার প্রথম প্রেম। ক্রিকেট আমাকে যেভাবে উৎসাহিত করে সেভাবে আর কিছু করে না।’

Exit mobile version