parbattanews

সাকিবের ৪ হাজার রানের নতুন রেকর্ড

Sakib al hasanখেলা ডেস্ক:

প্রথম বাংলাদেশি হয়ে চার হাজার রানের ক্লাবের কোটা পূর্ণ করলো সাকিব। যে রেকর্ড পূর্ণ করতে তার প্রয়োজন ছিল মাত্র ২৩ রান।
বিশ্ব ক্রিকেটে তিন ফর্মেটেই বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে পুরো ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

আইসিসির ক্রিকেট বিশ্বকাপের ১১তম আসরে বুধবার আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম বাংলাদেশি হিসেবে চার হাজার রানের রেকর্ড গড়েছেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ২৬তম ওভারের শেষ ও নিজের প্রথম বলেই চার দিয়েই শুরু করে জানান দেন আজকের দিনটি তার জন্যই হবে।

গতবছর ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে দারুণ পারফরম্যান্স দেখানোর কারণেই তিনি বিশ্বসেরা অলরাউন্ডারের পদ ফিরে পেয়েছেন। এরপর আর পিছনে তাকাতে হয়নি তাকে।

২৭ বছর বয়সী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ১৪২টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলে চার হাজার রান করেছেন। এতে ছয়টি সেঞ্চুরি ছাড়াও ২৬টি অর্ধশতক রয়েছে তার। এছাড়া ৩৭টি টেস্ট ম্যাচ খেলে করেছে দুই হাজার ৫২৯ রান। টি-টোয়েন্টিতে ৩৫ ম্যাচে তার রান ৭৫২।

Exit mobile version