parbattanews

সাকিব আল হাসানের বিশ্বাস এবার বিশ্বকাপ কাঁপাবে লিটন

ক্যারিবীয় কিংবদন্তি ইয়ান বিশপ ২০১৯ বিশ্বকাপে লিটন দাসে মুগ্ধ হয়ে ‘হি ইজ ড্রয়িং মোনালিসা, এমন উপমা দিয়েছিলেন। ওই সময় থেকে চার বছর পেরিয়ে গেছে, সামনে আরো একটা বিশ্বকাপ দাঁড়িয়ে। সেই লিটন এখন আরো আত্মবিশ্বাসী, আরো পরিণত। এবার তাই তার কাছে চাওয়াটা আরো বেশি। পারবেন তো লিটন!

২০২২ সালটা যেভাবে কাটিয়েছেন লিটন, সেই রূপে থাকলে ভাবতে হতো না। বেশ স্বস্তি নিয়েই বিশ্বকাপ শুরু করতো বাংলাদেশ। তবে তা আর হচ্ছে না, ২০২২ সালের সর্বোচ্চ রান সংগ্রাহক এই বছরে এসে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন অনেকটা। পরিসংখ্যানও তাই বলে৷

সর্বশেষ খেলা ১০ ইনিংসে লিটনের ফিফটি মোটে একটা। সেটাও করেছেন এই বছরের মে মাসে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর যেন ব্যাট হাতে আরো বিদঘুটে লিটন, ভালো শুরু পেয়েও পারছেন না ইনিংস বড় করতে। বিশ্বকাপেও বাংলাদেশ দলের অন্যতম বড় দুশ্চিন্তা লিটনের ছন্দহীনতা।

তবে অধিনায়ক সাকিবের অগাদ আস্থা লিটনের ওপর। সাকিব আল হাসানের বিশ্বাস, বিশ্বকাপে লিটন এমন কিছু করবেন যে পুরো বিশ্বই তার দিকে তাকিয়ে থাকবে।

গতকাল রাতে (বৃহস্পতিবার) এক প্রকাশিত সাক্ষাৎকারে লিটনকে নিয়ে এমনই প্রত্যাশার কথা জানান সাকিব।

তিনি বলেন, ‘ও যদি ওর ব্যাটিংটা উপভোগ করে, আমি নিশ্চিত মানুষ টিভিতে ওকে দেখতে আরো বেশি পছন্দ করবে। যেভাবে ও পারফর্ম করবে, আমি নিশ্চিত, পুরো বিশ্বই হয়তো ওর দিকে তাকিয়ে থাকবে।’

এদিকে বিশ্বকাপে হঠাৎ সহ অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয় লিটনকে। দায়িত্ব দেয়া হয় নাজমুল হোসেন শান্তকে। কেন এমন পরিবর্তন, এই প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি মনে করি, এটা ওকে সাহায্য করবে। ওর ব্যাটিংয়ে আরো মনোযোগ দিতে সাহায্য করবে। এই মুহূর্তে ওর ব্যাটিংয়ের চেয়ে আর কিছু গুরুত্বপূর্ণ নয় আমাদের কাছে।’

Exit mobile version