parbattanews

সাগর উত্তাল, নিম্নাঞ্চল প্লাবিত

কক্সবাজার প্রতিনিধি:

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। যার কারণে কক্সবাজার উপকূলকে ৩নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

নিম্নচাপের ফলে সাগর স্বাভাবিকের চেয়ে উত্তাল রয়েছে। সাগরের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ ফুট উচ্চতায় প্রবাহিত হওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতের সংলগ্ন ৫শতাধিক ঝাউগাছ উপড়ে গেছে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় কক্সবাজার গতকাল রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি সকাল ৬টায় স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার রাতে বাতাসের গতিবেগ ঘন্টায় ৬০ থেকে ৬৫ কিলোমিটার ঝড়ো হাওয়া বয়ে গেলেও সোমবার সকালে তা ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে। এটি ধীরে ধীরে মাঝারী ও ভারী বৃষ্টিপাতের মাধ্যমে দুর্বল হয়ে পড়বে।

Exit mobile version