সাগর উত্তাল, সেন্টমাটিনে আটকা পড়েছে সাড়ে ৩ শত পর্যটক

1960053_57334486276574

স্টাফ রিপোর্টার:
ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ এর প্রভাবে কক্সবাজারের বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। স্বাভাবিক অবস্থার চেয়ে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে ৪ ফুট মত। উত্তাল সাগরের কারণে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছে সাড়ে ৩ শত পর্যটক।

সূত্র জানিয়েছে, ঈদের পর টানা ৩ টি জাহাজ যোগে প্রতিদিন গড়ে ৩ হাজার পর্যটক সেন্টমাটিনে ভ্রমণে যাচ্ছে। এর মধ্যে অনেকেই দ্বীপে রাতযাপন করছে। ফলে উত্তাল সাগরে কারণে আজ শনিবার কোন জাহাজ দ্বীপে যায়নি। ফলে ওখানে আটকা পড়েছে সাড়ে ৩ শত পর্যটক।

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন জানিয়েছেন, দ্বীপে সাড়ে ৩ শত পর্যটক আটকে আছে। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের টেকনাফে পাঠানো হবে।

তবে টুয়াকের একটি সূত্র বলছে আটকা পড়া পযটকের সংখ্যা ৫ শত মত হতে পারে। সকালে একটি জাহাজ তাদের ফেরত আনার কথা থাকলেও আবহাওয়ার কারণে জাহাজ যেতে পারেনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন জানিয়েছেন, আবহাওয়া স্বাভাবিক হলে এদের ফেরত আনা হবে।

কক্সবাজার আবহাওয়া অফিসের উচ্চ পর্যাবেক্ষক দুলাল দাশ জানিয়েছেন, হুদহুদের প্রভাবে বাংলাদেশের বিভিন্নস্থানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কক্সবাজারেও বৃষ্টিপাতসহ ঝড়ো হাওয়া বইতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। স্বাভাবিক অবস্থার চেয়ে জোয়েরের পানি বৃদ্ধি পেয়েছে ৪ ফুট মত।

এদিকে একই সঙ্গে সাগর উত্তাল হওয়ায় উপকুলে ফিরেছে বিপুল সংখ্যক ফিশিং ট্রলার।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন