parbattanews

সাগর পথে গরু বোঝাই ট্রলারে ৩৩ গরুর মৃত্যু

উত্তাল সাগরে মিয়ানমার থেকে আসার পথে গরু বোঝাই ট্রলারে ৩৩ টি গরুর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।

৯ আগস্ট শুক্রবার এ ঘটনা ঘটেছে। শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দিপক বিশ্বাস গরু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৮ আগস্ট মিয়ানমার হতে গরু বোঝাই একটি ট্রলার বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে বৈরী আবহাওয়ার কবলে পড়লে উত্তাল ঢেউয়ের ঝাঁকুনিতে ৩৩ টি গরুর মর্মান্তিক মৃত্যু ঘটে এবং আরো ৩ টি গরু গুরুতরভাবে আহত হয়। যে কোনো সময় এ তিনটি গরুও মারা যেতে পারে। গরুগুলো টেকনাফের ব্যবসায়ী আবু ছিদ্দিক মেম্বারের বলে জানা যায়।

এব্যাপারে ব্যবসায়ী আবু ছিদ্দিক মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ট্রলারে ২৪০ টি গরু ছিল। বৈরী আবহাওয়ায় ও ঢেউয়ের কবলে পড়ে ৩৩ টি গরুর মৃত্যু হয় এবং আরো ৩ গুরুতরভাবে আহত হয়। প্রতিটি গরু মুল্য ১ লাখ ৪০ হাজার পাঁচশত টাকা। এতে মোট টাকার অর্ধেক ক্ষতি তাকে বহন করতে হবে বলেও জানান তিনি।

Exit mobile version