সাঙ্গু ব্রিজ এখন গাড়ীর পা‌র্কিং

fec-image

এক সময় সন্ধ‌্যায় ক্লান্ত শরীর নি‌য়ে বান্দরবানের সাধারণ মানুষ বাজা‌রের পা‌শের সাঙ্গু ব্রিজের উপর দাঁড়ি‌য়ে খোলা বাতা‌সে বিশ্রাম নি‌য়ে নি‌জে‌দের শরীর ও মন‌কে চাঙ্গা কর‌তো। শুধু স্থানীয়রাই নয়, পর্যটকরাও মৃদু বাতা‌সে গা এ‌লি‌য়ে দিত আর মুগ্ধ হ‌তো। কিন্তু সম্প্রতি সেই আ‌গের দৃশ‌্য আর নেই বাজা‌রের পা‌শের সেই সাঙ্গু ব্রিজে। নেই খোলা বাতা‌সে শরীর চাঙ্গা করারমত কোন জায়গাও।

সন্ধ‌্যা নাম‌লেই যেন ব্রিজের উপর গাড়ীগু‌লো আ‌রও বেপ‌রোয়া হ‌য়ে উ‌ঠে। ই‌জিবাইক (টমটম), সিএন‌জি, ট্রাক, বাসসহ বি‌ভিন্ন ধর‌নের যানবাহ‌ন দখ‌ল ক‌রে নি‌য়ে‌ছে সাধারণ মানু‌ষের বিশ্রা‌মের সেই জায়গাটুকু। একটু আধার নাম‌তেই গাড়ী পা‌র্কিং আ‌রও বে‌ড়ে যায়। আর দখ‌লে নেয়া এসব গাড়ীগু‌লো এ‌লোপাথা‌রি ভা‌বে রাখা ও যেমন তেমন ক‌রে ব্রিজের উপর হঠাৎ ঘুরা‌তে গি‌য়ে ঘট‌ছে নানান সম‌য়ে দূর্ঘটনাও।

সাধারণ জনগ‌ণের ম‌তে, ই‌জিবাইক (টমটম), সিএন‌জি, ট্রাক, বাসসহ সকল যানবাহন ব্রিজের উপর পা‌র্কিং করার কার‌ণে বিশ্রা‌মের জায়গাটুকু পর্যন্ত নেই। আর এ‌হেন অবস্থায় ব্রিজের যে সৌন্দর্য তাও নস্ট হ‌য়ে গে‌ছে। সবসময়ই বিশৃংখলা বিরাজমান এ ব্রী‌জে। একসময় এ ব্রিজ‌টি দেখে পর্যটকর‌াও মুগ্ধ হ‌তো ব‌লেও জানায় স্থানীয়রা।

সন্ধ‌্যায় ব্রিজের উপর স‌রেজ‌মি‌নে দেখা যায়, ব্রিজে উঠার আগ মূহু‌র্তে এবং ব্রিজের উপর সা‌রি সা‌রি ভা‌বে দাঁ‌ড়ি‌য়ে আ‌ছে বেশ ক‌য়েক‌টি ই‌জিবাইক (টমটম), সিএন‌জি, ট্রাক। যেন এ ব্রিজ‌টি পা‌র্কিং এর জন‌্যই করা হ‌য়ে‌ছে। কোন গা‌ড়ি এ‌সে সু‌যোগ পে‌লেই ব্রিজের উপর পা‌কিং কর‌ছে তা‌দের গাড়ীগু‌লো‌কে। আবার কোথাও যে‌তে ব্রিজের উপরই ঘরা‌চ্ছে গাড়ী। আবার মা‌ঝেম‌ধ্যে গাড়ীগু‌লো ঘুরা‌তে গি‌য়ে ব্রিজের উপরই ঘটছে ছোটবড় দূর্ঘটনা।

এ বিষ‌য়ে বান্দরবা‌নের বা‌সিন্দা মো. ফকরুল ব‌লেন, আ‌গে প্রতি‌দিন বিকা‌লে এ ব্রিজে ঘন্টা খা‌নেক বিশ্রাম নি‌তে আসতাম, অ‌নেকসময় বন্ধু পে‌লে দুইঘন্টারও বে‌শি সময় পার ক‌রে দিত‌াম। কিন্তু এখন ব্রিজে দাঁড়া‌নো‌তো দূ‌রের কথা আশপা‌শেও থাকা যায়না। গা‌ড়ি পা‌র্কিং করার কার‌নে এবং এসব গাড়ীর শ‌ব্দের কার‌নে একটু শা‌ন্তি‌তে দাঁড়া‌নোও যায়না। তি‌নি ব‌লেন, ব্রিজের চে‌য়ে মা‌ছের বাজার অ‌নেক শান্ত।

বান্দরবানের মো. ম‌নিরুল ইসলাম ব‌লেন, সাঙ্গু ব্রিজ‌টি বান্দরবা‌ন শহ‌রের উপর দি‌য়ে ব‌য়ে যাওয়া সাঙ্গু নদীর উপর একমাত্র ব্রিজ। বাজা‌রের ট্রা‌ফিক মোড় সংলগ্ন এ ব্রিজ‌টি শুধু এলাকার সাধারন জনগণের কা‌ছেই প্রিয় না, এখা‌নে বেড়া‌তে আসা পর্যটক‌দেরও পছ‌ন্দের স্থান। বান্দরবান বাজা‌রে আসা অ‌নে‌কে সময় কাটায়, আবার অ‌নে‌কে একটু প্রশা‌ন্তি নেয়। কিন্তু সম্প্রতি সম‌য়ে কর্তৃপ‌ক্ষের গা‌ফিল‌তির কার‌ণে এখা‌নে যত্রতত্র গা‌ড়ি পা‌র্কিং এর কার‌ণে সেই আ‌গের ম‌নোরম দৃশ‌্য আর নেই। সম্পূর্ণ ব্রিজ‌টিই এখন গা‌ড়ি ‌বেদখ‌লে নি‌য়ে গে‌ছে।

এ বিষ‌য়ে বান্দরবান ই‌জিবাইক (টমটম) মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক মো. নুর হো‌সেন ব‌লেন, গাড়ী রাখার জন‌্য কোন পা‌র্কিং এর ব‌্যবস্থা না থাকায় বাধ‌্য হ‌য়েই ব্রিজের উপর গা‌ড়ি রাখ‌তে হ‌চ্ছে। আমরা চাই প্রশাসন যেন আমা‌দের জন‌্য গাড়ী রাখার ব‌্যবস্থা ক‌রে দেয়।

এ বিষ‌য়ে বান্দরবান ট্রা‌ফিক ইন্স‌পেক্টর (‌টিআই প্রশাসন) মো. আবদুল কুদ্দুস ব‌লেন, খুব শীগ্রই ট্রা‌ফিক পু‌লিশ ব্রিজ‌টি‌র উপ‌র থে‌কে গাড়ী স‌রি‌য়ে যানজট মুক্ত কর‌বেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন