parbattanews

সাজাপ্রাপ্ত ২৬ বাংলাদেশী নাগরিককে মিয়ানমার কারাগার থেকে দেশে ফেরত আনা হয়েছে

2

টেকনাফ সংবাদদাতা:
মিয়ানমারে কারাভোগের পর সাজাপ্রাপ্ত ২৬ বাংলাদেশী নাগরিককে মিয়ানমার কারাগার হতে দেশে ফেরত আনা হয়েছে। ১৯ মার্চ  দুপুরে  মিয়ানমারের মংডুর ১নং পয়েন্ট অব এন্ট্রি এন্ড এক্সিট এলাকায় ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার, টেকনাফ বিওপি এবং ষ্টাফ অফিসার, ইমিগ্রেশন এ্যান্ড ন্যাশনাল রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্ট, মিয়ানমার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বিভিন্ন মেয়াদে মিয়ানমারের কারাগারে সাজাপ্রাপ্ত ২৬ জন বাংলাদেশী নাগরিককে ফেরত আনা হয়েছে।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত পতাকা বৈঠকে  ৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশের প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মোঃ জাকারিয়া।  অপরদিকে মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইমিগ্রেশন অফিসার সহকারী পরিচালক ইউ খান খান।  ২৬ বাংলাদেশীকে তাদের পরিবার নিকট হস্তান্তর করার নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উক্ত বাংলাদেশী নাগরিকরেরা হচ্ছে- কক্সবাজার জেলার টেকনাফ থানার আছারবনিয়া গ্রামের খুইল্ল্যা মিয়ার পুত্র শামসুল আলম, দক্ষিণ লেঙ্গুরবিলের জাফর আলমের পুত্র রবিউল আলম, নজির আহমদের পুত্র জাবের আহমদ, নুরুল আলমের পুত্র ছৈয়দ আলম, সাবরাং ইউনিয়নের খয়রাতিপাড়ার আব্দুর রহমানের পুত্র সামসুল আলম, মন্ডলপাড়ার মৃত লাল মিয়ার পুত্র আব্দুল জলিল, উত্তর নয়াপাড়ার আব্দুল করিমের পুত্র ছৈয়দুল ইসলাম, নয়াপাড়া  ঝিনাপাড়ার মৃত মোখলেছুর রহমানের পুত্র আমির হোছেন, হারিয়াখালীর  নূর আহম্মেদের পুত্র জিয়াউর রহমান, কাটাবুনিয়ার নজির আহম্মেদের পুত্র  মোহাম্মদ হোসেন, মোঃ সিদ্দিকের পুত্র মোঃ সাব্বির,  শাহপরীরদ্বীপ  মাঝেরপাড়ার  মৃত নুরুল আমিনের পুত্র হাফেজ উল্লাহ, সৈয়দ উল্লাহ, ওমর ফারুক, সামসুদ্দিন, সফি উল্লাহর পুত্র  মোহাম্মদ রফিক, মৃত মোখলেছুর রহমানের পুত্র আব্দুস শুকুর, কক্সবাজার সদর উপজেলার খুরুশস্কুলের আব্দুল জব্বারের পুত্র জাহাংগীর আলম, মোঃ সিরাজুল হকের পুত্র মোঃ আলী হোসেন, আহম্মেদ শরীফের পুত্র দেলোয়ার, আব্দুল করিমের পুত্র মোঃ শফি, আব্দুল শুকুরের পুত্র আজিম উদ্দীন, মহুরীপাড়ার মোঃ সৈয়দের পুত্র মোঃ রফিক, ভারুয়াখালীর ঘোনারপাড়ার   মৃত আলী আকবর পুত্র মোঃ ইব্রাহিম, পাহাড়তলী ইসলামপুরের মৃত ইসমাইলের মোঃ ইলিয়াছ, চট্টগ্রাম  জেলার বাঁশখালী থানার সেখেরখালী গ্রামের আব্দুল বাশারের  পুত্র আনোয়ার ইসলাম।

টেকনাফস্থ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আবু জাহিদ সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version