সাজেকের বাঘাইহাট রিজার্ভ ফরেষ্ট থেকে কাঠ পাচারকালে গাড়ীসহ কাঠ আটক

SAM_6518 copy

সাজক(রাঙ্গামাটি)প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলা বাঘাইছড়ি উপজেলার সাজেকের বাঘাইহাট রিজার্ভ ফরেষ্ট এলাকা থেকে  বৃহঃস্পতিবার রাত ১২টায় উজোবাজার সংলগ্ন এলাকা থেকে কাঠ পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট রেন্জ কর্মকর্তা আব্দুল মান্নান মিয়াজীর নেতৃত্বে ফরেষ্ট বিভাগের লোকজন এবং সেনাবাহিনীর সহযোগীতায় ৩৭ মাতা সেগুন কাঠ(৭৯ঘনফুট) ও একটি জীপ গাড়ী আটক করা হয়।

এসময় গাড়ীর ড্রাইভার ও কাঠ প্রাচার কারীরা বন বিভাগের লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আর তখন কাউকে আটক করা যায়নি। আর এ ব্যাপারে রেন্জকর্মকর্তা প্রতিবেদককে জানান যে, গাড়ীতে কাঠ পাওয়া গেছে সে গাড়ীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন