parbattanews

সাজেকে ইউপিডিএফ কর্তৃক কলেজ ছাত্রকে হত্যার প্রতিবাদ জানিয়েছে জেএসএস

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মিডপয়েন্ট এলাকায় পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক গুলি করে সুখেন চাকমা (২৬) নামে বিএ ৩য় বর্ষের নিরীহ এক কলেজ ছাত্রকে হত্যা এবং সজীব চাকমা (২১) নামে ভাড়া চালিত একজন মোটরসাইকেল চালককে আহত করার ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা কমিটি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য সচিব নয়ন জ্যোতি চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৯ নভেম্বর) আপন চাকমার নেতৃত্বে চুক্তিবিরোধী ইউপিডিএফের একটি সশস্ত্র সন্ত্রাসী দল ঘটনাস্থলের পার্শ্ববর্তী রিজার্ভ ফরেস্ট এলাকায় অবস্থান গ্রহণ করে এবং বুধবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে মিডপয়েন্ট ও দাড়িপাড়া এলাকায় ইউপিডিএফের উক্ত সন্ত্রাসী গ্রুপ সুখেন চাকমা ও সজীব চাকমার দিকে এলোপাতাড়ি ব্রাশফায়ার করে।

এ নৃশংস ঘটনায় জড়িত ইউপিডিএফ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন তারা।

Exit mobile version