parbattanews

সাজেকে এক গ্রাম প্রধান অপহৃত, ইউপিডিএফের নিন্দা

অপহরণ

পার্বত্য নিউজ ডেস্ক:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৮ নম্বর গ্রামের কার্বারী(গ্রাম প্রধান) হুলোমনি চাকমা(৫০) অপহৃত হয়েছে। গতকাল ৩ অক্টোবর বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। জেএসএস সন্তু গ্রুপ এ অপহরণের ঘটনা ঘটায় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবী করেছে ইউপিডিএফ।

জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার সময় সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী ৮ নম্বর গ্রামে হানা দিয়ে নিজ বাড়ি থেকে হুলোমনি চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের লোকজন জানান, হুলোমনি চাকমাকে অপহরণ করে নিয়ে যাবার সময় সন্ত্রাসীরা আজ শুক্রবার শয়নছড়ায় গিয়ে তাদের সাথে যোগাযোগ করার জন্য বলে গেছে। কি কারণে তাকে অপহরণ করা হয়েছে তার সঠিক কারণ জানা যায়নি।

ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর বাঘাইছড়ি উপজেলা ইউনিটের প্রধান সংগঠক সমশান্তি চাকমা এক বিৃবতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি অবিলম্বে অপহৃত গ্রাম প্রধানকে উদ্ধার এবং সন্তু গ্রুপের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Exit mobile version