parbattanews

সাজেকে দুর্গম পাহাড়ে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর স্কুল ড্রেস বিতরণ

সাজেক প্রতিনিধি:

প্রত্যন্ত পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ বাড়াতে রবিবার(৬ ডিসেম্বর) সকাল ১১টায় বীর উত্তম এম.এ গফফার হালদার প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন সেনাবাহিনীর ১২বীর বাঘাইহাট জোন।

এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মুশফিক ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট নাবিদ বীন জামান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আওলাদ হোসেন, সাজেক ইউপি সদস্য পরিচয় চাকমা, স্থানীয় কার্বারী প্রমুখ।

স্কুল ড্রেস বিতরণ শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে এলাকার অসহায় দুঃস্থ পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।

উল্লেখ্য, দুর্গম পাহাড়ে শিক্ষাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে গত ২০১৭সালের শেষের দিকে রাঙ্গামাটি জেলা সাজেকের প্রত্যন্ত দুর্গম এলাকা উত্তর ভাই-বোন ছড়া গ্রামে প্রাথমিক বিদ্যালয় চালু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন।

Exit mobile version