parbattanews

সাজেকে আটকা দেড় শতাধিক পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় টানা ৬ দিনের ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় বাঘাইহাট সাজেক সড়কের নিচু অঞ্চল বাঘাইহাট বাজার ও মাচালং সেতু প্লাবিত হয়ে যান চলাচল বন্ধ থাকায় সাজেকে আটকা পরেছে দেড় শতাধিক পর্যটক। এছাড়াও মারিশ্যা দিঘীনালা সড়কের বলপেইয়া আদাম এলাকায় পাহাড় ধসে উপজেলা সদরের সাথেও যানচলাচল বন্ধ রয়েছে। সড়কের মাটি সরাতে কাজ করছে বাঘাইছড়ি থানার পুলিশের একটি উদ্ধারকারী টিম ও যুব রেডক্রিসেন্ট সদস্যদের একটি টিম ।

বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাঘাইছড়ির অনেক এলাকা তলিয়ে গেছে। এতে ফসল ও মাছের খামারীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ১ হাজার পাহাড়ি-বাঙালি পরিবার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে ৪৬টি আশ্রয়কেন্দ্র। এরইমধ্যে অনেক পরিবার আশ্রয়কেন্দ্র অবস্থান নিয়েছে।

বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আশ্রয়কেন্দ্রগুলোতে খাবারের ব্যবস্থা করেছি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার পর্যটক আটকে পরার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে।

Exit mobile version