parbattanews

সাজেকে নিরাপত্তাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

সাজেক প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলা সাজেকে নিরাপত্তাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সাজেকের গংগারাম মুখের উজোবাজার এলাকার গরিব ও দুস্থ পরিবারের মাঝে চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

১২ বীর বাঘাইহাট নিরাপত্তা জোন কমান্ডার লে. কর্ণেল গোলাম আজম উজোবাজার এলাকায় উপস্থিত হয়ে চিকিৎসা নিতে আসা দরিদ্র লোকজনদের খোঁজ খবর নেন ও চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কাযক্রম শুরু করেন।

এসম এলাকার গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গংগারাম এলাকার জ্যোতিলাল কার্বারী প্রদিপ কুমার চাকমা হৃদয়রন্জন চাকমা প্রমুখ।

সকাল নয়টা থেকে শুরু হওয়া এ চিকিৎসা সেবা পরিচালনা করেন ১২ বীর বাঘাইহাট জোনের  মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আবু শরীফ সম্রাট’র নেতৃত্বে বাঘাইহাট জোনের মেডিকেল টিম

এসময় চিকিৎসা ক্যাম্পে আসা প্রায় শতাধিক শিশু, নারী বয়োবৃদ্ধ রোগীদের চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

Exit mobile version