parbattanews

সাজেকে পাচারের সময় বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার

সাজেক প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কাচালং নদী পথে বাঁশের চালীর সাথে পরিবহনকৃত অবৈধ কাঠ পাচার করার সময় আটক করেছে নিরাপত্তা বাহিনী।

শনিবার (২৯ সেপ্টেম্বর) কাচালং নদী পথে কাঠ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাবাহিনীর সদস্যরা বাঁশের চালি পরিবহনের সময় তাতে তল্লাশী চালায়। এমন সময় বাঁশের চালির নিচে তল্লাশি করা হলে লুকানো সাইজ করা কাঠ (রদ্দা) পাওয়া যায়। এসময় বাঁশের চালির চালক পালিয়ে যায় এবং অবৈধ কাঠের কোনো মালিক পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, অবৈধ উপায়ে পাচারের জন্য কে বা কাহারা নদী পথে কাঠগুলি রাঙ্গামাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বাঁশের চালির চালক কাঠসহ বাঁশের চালি ফেলে রেখে পালিয়ে গেছে।

পরে নিরাপত্তাবাহিনীর সদস্যরা কাঠগুলোকে আটক করে বাঘাইছড়ি বন বিভাগের নিকট হস্থান্তর করে।

বনবিভাগের সদস্য কর্তৃক জানা যায়, আটককৃত কাঠগুলো বিভিন্ন প্রজাতীর।যার পরিমান ১৬৬ টুকরা রদ্দা, মোট ২ শত ৭০ ঘনফুট। যার বাজার মূল্য প্রায় ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version