parbattanews

সাজেকে বিজিবির উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন

সাজেকে বিজিবির উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এবং মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) যৌথ উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

মেডিক্যাল ক্যাম্পেইনে চিকিৎসাসেবা প্রদান করেন, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪বিজিবি) এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. আশরাফুল আলম, এএমসি এবং মারিশ্যা ব্যাটালিয়ন (২৭বিজিবি) এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. মনোয়ার হোসেন, এএমসি।

সমন্বিত ব্যবস্থাপনায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কংলাক পাড়া, রুইলুইপাড়া, বনপাড়া, দাড়িয়াপাড়া, হামারিপাড়া, উত্তর লরিপাড়া এবং ফাইলিংপাড়া এলাকার গরীব, দুঃস্থ ও অসহায় পাহাড়ি জনগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মেডিক্যাল ক্যাম্পেইনে মোট ১১৬ জন রোগীর চিকিৎসাসেবা সহ বিনামূল্যে ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

Exit mobile version