parbattanews

সাজেকে মসক নিধনে র‌্যালি ও আলোচনা সভা

সকাল ১০ টায় বাঘাইহাট বাজারের শান্তি কাউন্টারের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়

রাঙ্গামাটির সাজেকে মশক নিধন, পরিস্কার পরিছন্নতা ও গুজব রোধকল্পে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাজেক ইউপির আয়োজনে বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০ টায় বাঘাইহাট বাজারের শান্তি কাউন্টারের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তি কাউন্টারের সামনে এসে আলোচনা সভা করে। বাঘাইহাট বাজার কমিটির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাজেক ইউপি চেয়ারম্যান নেলশন চাকমা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাক্যবধি চাকমা, বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিতাব আলী, বাঘাইহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ জুয়েল, সাজেক থানা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিকসহ সাজেক ইউপি সদস্য বৃন্দ।

এতে প্রধান অতিথি বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্ক নয়, জনসচেতনতায় এবং পরিস্কার পরিছন্নতার মাঝে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে সকলকে এবং যে কোন পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতার বিকল্প নেই।  সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। আর আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকারি উদ্যোগ সকলে মিলে সম্পন্ন করতে হবে।

Exit mobile version