parbattanews

সাজেকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

সাজেক প্রতিনিধি:
পার্বত্য জেলা রাঙ্গামাটির সাজেকের  বাঘাইহাট গংগারাম বাজার এলাকায় হতদরিদ্র রোগীদের মধ্যে দিনব্যাপী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন বাঘাইহাট ১২বীর সেনাজোন কর্তৃপক্ষ।
সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায়  গঙ্গারাম বাজার এলাকায় সদ্য উদ্ভোধন হওয়া সিনিয়রস’ ক্লাবে পাহাড়ি ও বাঙালিদের মাঝে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় দেড় শতাধিক পাহাড়ি বাঙালী রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন বাঘাইহাট সেনা জোন মেডিকেল টিমের আরএমও ক্যাপ্টেন খায়রুল এনাম মো. শাফায়েত জামিল। এ বিষয়ে সেনা জোন কতৃপক্ষ থেকে জানানো হয়, পাহাড়ি অঞ্চলের দুর্গম এলাকায় সাধারণ মানুষের পক্ষে উচু নিচু পাহাড় বেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা সম্ভব না হওয়ায় এসব রোগী চিকিৎসা সেবা হতে বঞ্চিত হয়। সেই দুর্গম এলাকার সাধারণ গরীব মানুষের কথা চিন্তা করে জোনের পক্ষ হতে এ মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাঘাইহাট জোন কর্তৃক প্রত্যেক দুর্গম এলাকায় গিয়ে এরুপ স্বাস্থ্য সেবা প্রদান অব্যাহত থাকবে।
Exit mobile version