সাজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাজেক-উদয়পুর নির্মাণাধীন সড়ক পরিদর্শন

fec-image

রাঙ্গামাটি পার্বত্য জেলা বাঘাইছড়ি উপজেলার সাজেকের দূর্গম এলাকায় সেনাবাহিনী কর্তৃক নির্মাণাধীন সড়ক পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলববার(১০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে সাজেকের সিজকছড়া থেকে সাজেকের উদয়পূর ২০কি.মি. নির্মাণাধীন সড়ক পরিদর্শন করেন মন্ত্রী।

এসময় আরো উপস্থিত ছিলেন মোস্তফা কামাল উদ্দিন, সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশের প্রধান (আইজিপি) জনাব ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী,মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, র‌্যাব মহাপরিচালক মো. বেনজির আহমেদ।

এছাড়াও খাগড়াছড়ি সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার, রাঙ্গামাটি জেলা প্রশাসক, রাঙ্গামাটি পুলিশ সুপারসহ বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্মাণাধীন সড়ক পরিদর্শন শেষে প্রস্তাবিত রাঙ্গামাটির বরকল উপজেলার হরিণা তেগামুখ স্থলবন্দরের এলাকা পরিদর্শনের উদ্যেশে দুপুর ২টায় সাজেক ত্যাগ করেন

উক্ত নির্মাণাধীন সড়ক প্রকল্পের কাজ করছেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোর এর ২০ইসিবি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য, রাঙ্গামাটি, স্বরাষ্ট্রমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন