parbattanews

সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

সাজেক প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকের মাচালং যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ৫জন গুরুতর আহত হয়েছেন।

নিহত শ্রমিকের নাম জিয়া মাঝি(৪৫), সে নেত্রকোনা জেলার দূর্গাপুর সদর উপজেলার বাসিন্দা।

তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সাজেক সড়কের এগোজ্যাছড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সাজেক থানার নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের কাজের জন্য ৩৫জন শ্রমিক হাটহাজারী থেকে দুটি জীপগাড়িতে করে মাচালং যাচ্ছিল তার মধ্যে একটি জীপগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গাড়িতে থাকা বিশজনের মধ্যে অন্তত ৫জন আহত হন। তাদের মধ্যে ৩জনের অবস্থা গুরুতর। ঘটনাস্থল থেকে স্থানীয়রা ও অন্য শ্রমিকেরা তাদের উদ্ধার করে বাঘাইহাট জোনে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরন কনা হয়।

আহতরা হলেন, উজ্জল মিয়া(১৬), জহির(১৭), হুমায়ুন(১৭), রিয়ান(২৬), মো. আলী(২৩)।

এবিষয়ে সাজেক থানার এসআই কামরুজ্জামান  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায়  আহতদের উদ্ধার করে বাঘাইহাট জোনে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে আর নিহত ব্যক্তিকে ময়না তদন্ত শেষে তার পরিববারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

Exit mobile version