parbattanews

সাজেকে ৪৮ঘন্টার অবরোধে মোটরসাইকেল পুড়িয়েছে পিকেটাররা

সাজেক প্রতিনিধি:

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় মামলা প্রত্যাহারের দাবীতে বুধবার(১৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘন্টার অবরোধ ও বাজার বয়কটে প্রথম দিনেই সাজেকে মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় অবরোধ সমর্থনে পিকেটাররা।

বুধবার(১৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সাজেকের বাঘাইহাট হাজাছড়া নামক এলাকায় এঘটনা ঘটে।

মো. নাছির (৪৩) বাঘাইহাট থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হলে ঘটানাস্থলে গতিরোধ করে মারধর করে এবং মোটর সাইকেলটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

এদিকে ঘটনার খবর পেয়ে বাঘাইহাট জোন থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটানাস্থলে ছুটে যায়।

উল্লেখ্য, ৪ জানুযারি বাঘাইছড়ি বাবু পাড়ায় জেএসএস এমএনলারমা যুব সমিতির সদস্য বসু চাকমাকে হত্যার ঘটনা ঘটে। এরপর ৫ জানুযারি জেএসএস সন্ত লারমার দলের উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে প্রভাত কুসুম তালুকদার।

Exit mobile version