সাজেকে ৭’শ দরিদ্র পরিবারকে ‘আশিকা’র ভোজ্যপণ্য সামগ্রী প্রদান

fec-image

সাজেক এলাকার ৭’শ দরিদ্র পরিবারকে এক মণ চালসহ ৫৬ কেজি ভোজ্যপণ্য সামগ্রী দিচ্ছে রাঙামাটির স্থানীয় এনজিও ‘আশিকা’।

সোমবার (৮ জুন) মধ্যাহ্নে মাচলং বাজারে আনুষ্ঠানিকভাবে প্রতিটি পরিবারকে এক মন চাল, চার লিটার তেল, চার লিটার মসুর ডাল, চার কেজি মটরডাল, এক কেজি চিনি, এক কেজি লবণ, পাঁচ কেজি আলু এবং দুই কেজি করে ঙাপ্পি প্রদান করা হয়।

ইউকে এইড-এর অর্থায়নে স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় আশিকা’র নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা জানান , পার্বত্য রাঙামাটি জেলার দুর্গম ও দারিদ্র রিবেচনায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৭’শ এবং জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ৩’শ পরিবারকে এই কর্মসূচির আওতায় নেয়া হয়েছে।

এসব পরিবারকে ত্রাণ ছাড়াও প্রতিটি পরিবারকে দেড় হাজার লিটারের একটি পানির ট্যাংকসহ পানি বিশুদ্ধকরণ উপকরণ দেয়া হবে।

দুর্গম মাচলংসহ বেশ কয়েকটি এলাকায় ৭’শ পরিবারের হাতে ত্রাণ সহায়তা তুলে দিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু।

এসময় বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর আলম, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাফিল মজুমদার, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলসন চাকমা, আশিকা’র নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, প্রকল্প পরিচালক এড. কক্সি তালকদার, প্রকল্প সমন্বয়কারী বিমল চাকমা অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: প্রদান, ভোজ্যপণ্য, সাজেকে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন