parbattanews

সাজেক পরিদর্শন শেষে খাগড়াছড়িতে ৮ গণসংগঠনের কনভেনিং কমিটির প্রেস ব্রিফিং

OLYMPUS DIGITAL CAMERA
নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়িতে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজো বাজার, তদেকমারা কিজিং ও দীঘিনালার বাবুছড়া এলাকা পরিদর্শনের সার-সংক্ষেপ তুলে ধরেছে ৮ গণসংগঠনের কনভেনিং কমিটি। রবিবার সকাল ১১টায় খাগড়াছড়ি সদরের স্বনির্ভরস্থ ঠিকাদার কল্যান সমিতি ভবনের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পড়ে শোনান কনভেনিং কমিটির আহ্বায়ক ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা। এ সময় আরো উপস্থিত ছিলেন কনভেনিং কমিটির সদস্য গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি মাইকেল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি থুইক্যচিং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা, সাজেক ভূমি রক্ষা কমিটির সভাপতি জ্ঞানেন্দু বিকাশ চাকমা ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির শান্তি প্রভা চাকমা ও কাজলী ত্রিপুরা। প্রেস ব্রিফিংয়ের সাজেকের উজো বাজার ও তদেকমারা কিজিঙে বুদ্ধমূর্তি স্থাপনে প্রশাসনের বাধা ও এলাকাবাসীর মতামত তুলে ধরা হয়।

এছাড়াও প্রেস ব্রিফিং থেকে ৫ দফা দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ৯ আগস্ট ৮ সংগঠনের কনভেনিং কমিটির আহ্বায়ক সোনালী চাকমার নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজো বাজার ও তদেকমারা কিজিঙে বুদ্ধমূর্তি স্থপনে প্রশাসনের বাধানকৃত এলাকা পরিদর্শন ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করে এবং দীঘিনালার বাবুছড়ায় বিজিবি কর্তৃক উচ্ছেদকৃত পাহাড়ি পরিবারগুলোর সাথে সাক্ষাত করে তাদের সাথে সংহতি প্রকাশ করে। পরিদর্শন কালে প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা ছিলেন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি মাইকেল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি থুইক্যচিং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা, সাজেক ভূমি রক্ষা কমিটির সভাপতি জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সাজেক নারী সমাজের সভাপতি নিরূপা চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি শান্তি প্রভা চাকমা ও সদস্য কাজলী ত্রিপুরা।

Exit mobile version